Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

টুঙ্গিপাড়া উপজেলা পানি উন্নয়ন বোর্ড উপজেলার ব্যস্ততম স্থান পাটগাতী বাসস্ট্যান্ডের প্রধান সড়কের পূর্বদিকে নিজস্ব জমিতে প্রাকৃতিক মনোরম পরিবেশে নিজস্ব দ্বিতল ভবনে অবস্থিত। ১৯৫৪ এবং ১৯৫৫ সালের উপর্যপরি ভয়াবহ বন্যার পর বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে খাদ্য উৎপাদন বাড়ানের লক্ষ্যে ১৯৫৭ সনে জাতি সংঘের অধীনে গঠিত ক্রুগমিশন এর সুপারিশ ক্রমে এতদঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষে ১৯৫৯ সনে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) গঠন করা হয়। বর্তমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ইপিওয়াপদা এর পানি উইং হিসেবে দেশের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রধান সংস্থা হিসেবে কার্যক্রম আরম্ভ করে।

টুঙ্গিপাড়া পওর উপ-বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর আওতাধীন গোপালগঞ্জ পওর বিভাগের মাঠ পর্যায়ের একটি দপ্তর অফিস। ইহা- গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া মহাসড়কের বাম পার্শ্বে ০১নং পাটগাতী মৌজার ৭৮৭,৭৮৮,৭৮৯,৭৯০,৭৯১ ও ৭৯২ নং দাগে মোট ৩.২৫ একর জমির উপর অবস্থিত। বন্যা নিয়ন্ত্রণ, নিস্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন, নদী ভাংগনরোধকল্পে বিভিন্ন নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন, খাল পুনঃখনন, পানি কাঠামো নির্মাণের ফলে অত্র এলাকার চাষাবাদে ব্যপক উন্নতি সাধিত হয়েছে। ইহা ছাড়াও বিভিন্ন নদী তীর সংরক্ষণ মূলক কাজ বাস্তবায়নের ফলে বিভিন্ন এলাকা নদী ভাংগন হতে রক্ষা পেয়েছে। অনেক পূর্বে বাস্তবায়িত সাতলা-বাগধা প্রকল্পের পোল্ডা নং- ১ এর গোপালগঞ্জ অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অত্র উপ-বিভাগের উপর ন্যস্ত আছে।