Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

স্বাধীনতার পর ১৯৭২ সনের মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং: ৫৯ মোতাবেক ইপিওয়াপদা এর পানি অংশ একই ম্যান্ডেন্ট নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সম্পূর্ণ স্বায়ত্ব শাসিত সংস্থা হিসেবে আত্ম প্রকাশ করে। অত:পরসংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিকতায় জাতীয় পানি নীতি-১৯৯৯ ও জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা-২০০৪ এর সাথে সামঞ্জস্য রেখে বাপাউবো আইন, ২০০০ প্রণয়ন করা হয়। এ আইনের আওতায় মাননীয় মন্ত্রী, পানি সম্পদমন্ত্রণালয় এর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট পানি পরিষদের মাধ্যমে বোর্ডের শীর্ষ নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সাধারণত বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে প্রকল্পগ্রহণ ও অনুমোদন সাপেক্ষে নদী ভাঙ্গন রোধ, পানি ব্যবস্থাপনা কমিটি গঠন, জলাবদ্ধতা নিষ্কাশন অবকাঠামো  নির্মান, বন্যা নিয়ন্ত্রন ব্যবস্থাপনা, সেচ সুবিধ, বেড়ীবাঁধ, হাওড়-বাওড়, খাল খনন ও ড্রেজিংকাজ মন্ত্রণালয়ের অনুমোদন ও প্রকল্প গ্রহণের মাধ্যমে করা হয়ে থাকে।